সব
গোলাপগঞ্জে অবৈধ ভাবে টিলার কাটার দায়ে শাহজাহান খান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করা হয়।
অভিযানে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের সাথে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
অনপুমা দাস বলেন, অবৈধ ভাবে টিলার কাটার খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় একজনে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। সেই সাথে ভবিষ্যতে টিলা না কাটার জন্য নির্দেশ দেয়া হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি