সব
৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভা নির্বাাচনে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলুর চেয়ে ১২৯৩টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
শনিবার রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা করেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান। নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫হাজার ৮৫১ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৫৫৮টি ভোট।
জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ধানের শীষ প্রতীক নিয়ে ৪হাজার ২২২টি ভোট পেয়েছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ১৭৫ ভোট।
যারা কাউন্সিলর হলেন : ১নং ওয়ার্ড- জহির আহমদ সেলিম, ২নং ওয়ার্ড- জামেল আহমদ চৌধুরী জামিল, ৩নং ওয়ার্ড- জবান আলী,
৪নং ওয়ার্ড- ফজলুল আলম ফজলু, ৫নং ওয়ার্ড- রুহিন আহমদ খান, ৬নং ওয়ার্ড- জায়েদ আহমদ, ৭নং ওয়ার্ড-হেলালুজ্জামান হেলাল ৮নং ওয়ার্ড- ফারুক আলী, ৯নং ওয়ার্ড- নজরুল ইসলাম।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি