সব
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ ও সভাপতিত্ব করেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশলয় শাহ পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়ানঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ সারওয়ার আহমেদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রেহানা আক্তার জবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক,গোয়ানঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সিং প্রতিনিধ নাহিদা সুলতানাসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন রোগীদের গ্রহণযোগ্য উন্নতমানের ও নিঃস্বার্থ সেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে কাজ করছেন।এ সময় বক্তারা পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরে বলেন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গোয়াইনঘাট হাসপাতালকে সিসিটিভির আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।
এনজিও সংস্থা গুলোকে নিজ স্বার্থ বাদ দিয়ে সরকারকে সহযোগী সংগঠন হিসেবে সেবার হাত বাড়িয়ে নিয়মিত হাসপাতালে সভা করে সমস্যা তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটিতে সপ্তাহে অন্তত একদিন একজন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়ার অনুরোধ জানান।
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য তামান্না নাজমুল হেনা, সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন,পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়ানঘাট প্রেসক্লাব সদস্য নজরুল ইসলাম, আজিজুর রহমান, সৈয়দ হেলাল আহমদ বাদশা, রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল।
অনুষ্ঠিত সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সার্বিক চিত্র তুলে ধরেন মেডিকেল অফিসার রবিউল ইসলাম রাহাত। সভা শেষে রুস্তুমপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন ইমরান আহমদ এমপি
এর আগে সকাল ১০টায় এমপি ইমরান আহমদ হাসপাতাল প্রাঙ্গণে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় হাসপাতালের জরুরী বিভাগ, কমিউনিটি আই সেন্টার, হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।ব্যবস্থাপনা কমিটির সভা শেষে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন করেন এমপি ইমরান আহমদ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি