গোয়াইনঘাটে যুবক খুন, গ্রেফতার দুই

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১০:২৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামে সন্ত্রাসী হামলায় এক যুবক খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।

নিহত আশিক উদ্দিন (২৪) হাতিরখালের ফখর উদ্দিনের ছেলে। আহত অপর যুবকের নাম শামছুদ্দিন আহমদ (২৬)।

জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার দিকে পশ্চিম জাফলংয়ের মাতুরতল বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন আশিক উদ্দিন (২৪) ও শামছুদ্দিন আহমদ (২৬)। তাদেরকে দ্রুত উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

অবস্থার অবনতি হলে পুলিশের সহযোগিতায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ১টার দিকে আশিক উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে ঘটনার পর থানার ওসি আব্দুল আহাদের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত, এসআই জুনেল ও এএসআই মশিউর রহমান। পরে রাতে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শামীম আহমদ (৩৩) ও আব্দুর রহমানের ছেলে শাহাব উদ্দিনকে (৩২) গ্রেফতার করে পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, আজ বৃহস্পতিবার সকালে নিহতের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।

এ খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন অনেকেই।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি