সব
বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট থানা, গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব ও বিভিন্ন কলেজ, উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকল ইউনিয়ন পরিষদসহ গোয়াইনঘাটের সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
গোয়াইনঘাটে আয়োজিত ‘বিজয় উৎসবে’ সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তি যোদ্ধা ও পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ,গোয়াইনঘাট থানা, গোয়াইনঘাট সার্কেল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট মুক্তি যোদ্ধা সংসদ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়সহ শতাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান।
পরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮ টা অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে শুরু হয় কুচকাওয়াজ। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের শুভেচ্ছা বানীর পর মুক্তিযুদ্ধের উপর অনুষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের পরিবেশনা ছিল। পরিবেশনার মধ্যে ছিল মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন নাটিকা।
বিকেল ৪ টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথে লাল সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন গোয়াইনঘাটের হাজার হাজার মানুষ। গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে থেকে শপথ পাঠে অংশ নেন তারা। এসময় বিজয়ের আনন্দে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমান্ত্রীর সাথে সাথে একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ নেন তারা। প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীনিবিদ, পেশাজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট পরিষদ, গোয়াইনঘাট থানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গোয়াইনঘাট সরকারি কলেজ, উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট যুবলীগ, গোয়াইনঘাট উপজেলা কৃষি অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়সহ শতাধিক প্রতিষ্টানের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিভিন্ন অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, উপজেলার সহকারী কমিশনার ভুমি আসমা জাহান সরকার, কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন মিয়া,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,গোয়াইনঘাট মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সাবেক সভাপতি মনজুর আহমদ, সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি