সব
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ঘোষগ্রাম দাতারি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে ফয়সল আহমদ।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাজিব রায় ও সালাহউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডৌবাড়ি ইউনিয়নের হাকুর বাজার থেকে তাকে আটক করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি