গোয়াইনঘাটে পাশের হার ৭৯.৮৬ শীর্ষে লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

এসএসসি পরীক্ষা-২০২২ এর কাঙ্খিত ফলাফলে এবারে গোয়াইনঘাট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাক লাগানো ফল করেছে রুস্তমপুর ইউনিয়নের লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৫ জন পাস করেছে।

A পেয়েছে ৯ জন,A-৮ জন,B ৬ জন,C ২জন ও অকৃতকার্য ১জন। মোট পরীক্ষার্থী ২৬ জন কৃতকার্য ২৫জন । ৯৬.১৫% পাশের হার দিয়ে উপজেলার সেরা হয়েছে ঐ বিদ্যালয়টি।

এদিকে ২২ টি জিপিএ -৫ পেয়ে উপজেলার সেরা অবস্থানে আছে আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩১ টি বিদ্যালয় ও ৯ টি মাদ্রাসায় ৩ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। যার মধ্য থেকে ১০৯ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। পাশের হার ৭৯ দশমিক ৮৬ ভাগ।

এসএসসির এই সাফল্য গাঁথা ফল বিষয়ে লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের তরুণ প্রধান শিক্ষক আব্দুল কাদির জিলানী জানান, শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সমন্বয় ও যথাযথ মনিটরিং করার ফলে এমন কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে। অতিমারি করোনাকালেও প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষকরা ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে। প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়িতে গিয়েও পড়াশোনা করার বিষয়টি দেখভাল করা হয়েছে। এমনকি বন্যার সময়ের শিক্ষার ঘাটতি পূরণে অতিরিক্ত সময় নিয়ে ছাত্রছাত্রীদের ক্লাস করানো হয়েছে। যার জন্য এই ফলাফল সম্ভব হয়েছে। এককথায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একনিষ্ঠতার ফলে এবারের এসএসসি পরীক্ষায় এই সাফল্য এসেছে। এমন সফলতার ধারাবাহিকতা বজায় থাকে সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেন তিনি।

তিনি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও এলাকাবাসী এবং গভর্নিং বডিসহ বিদ্যালয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এছাড়াও গোয়াইনঘাটে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ২’ শ ২৪ জন শিক্ষার্থীর মাঝে ১শ’ ৭৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ০১ভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শ্যামল কুমার রায়।তিনি আরো জানান, পাশের হারের দিক দিয়ে উপজেলা লামনি প্রগতি উচ্চ বিদ্যালয় এগিয়ে তাদের পাশের হার ৯৬.১৫ এবং জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় এগিয়ে।জিপিএ ৫ পেয়েছে ২২ টি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি