সব
“ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।
ডিজিটাল বাংলাদেশ দিবসটি উপলক্ষে আজ রোববার (১২ ডিসেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা ভবন চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১১ টায় গোয়াইনঘাট প্রশাসনের কনফারেন্স রুমে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড এর অর্থায়নে প্রবাসী সৌদি আরব গামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন বাবদ উপজেলার ৬৩ জন প্রবাসী কর্মীদের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক স্বজনদের কাছে হস্তান্তর করেন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী,গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ,সাবেক সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মারুফুল হাসান মারুফ সহ উপজেলা কর্মকর্তাবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি