সব
র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (সুনামগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ বাজারের ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে, লন্ডন রেস্টুরেন্টকে ৫ হাজার, সোনারবাংলা রেস্টুরেন্টকে ৬ হাজার, রিফাত এন্ড কোম্পানীকে ১০ হাজার, বুরাইয়া রেস্টুরেন্টকে ২ হাজার, নিউ ডয়না রেন্টুরেন্টকে ৫ হাজার, নিউ ওরিয়েন্টাল ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি জানান, বুধবার (৯ সেপ্টেম্বর)র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানির লেফট্যান্টে কমান্ডার ফয়সাল আহমদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলামের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি