গোলাপগঞ্জ উ‌পজেলা পরিষদের প্রথম চেয়ারম‌্যন তানু মিয়ার মৃত্যুতে সাবেক চেয়ারম্যান’র শোক

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ৩:০২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের প্রথম চেয়ারম‌্যান আলহাজ্ব ফজলুল হক তানু মিয়া ই‌ন্তেকাল ক‌রে‌ছেন।

র‌োববার রাত ৯ টা ৪৫ মি‌নি‌টে সি‌লেট নগরীর এক‌টি প্রাই‌ভেট ক্লি‌নি‌কে তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন (ইন্না‌লিল্লা‌হি…রা‌জিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৯২ বছর।

সোমবার বাদ জোহর সি‌লেট নগরীর জল্লারপাড় জা‌মে মস‌জি‌দে জানাযা শে‌ষে দরগা‌হে হযরত শ‌াহজালাল (রহ.) গোরস্থা‌নে দাফন করা হ‌য়।

মৃত্যুকালে তি‌নি স্ত্রী, ২ ছে‌লে, ৫ মে‌য়ে সহ অসংখ‌্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

ফজলুল হক তানু মিয়া গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্বর ইউ‌নিয়‌নের মীরগঞ্জ এলাকার বা‌সিন্দা। দীর্ঘদিন থে‌কে তি‌নি সি‌লেট নগরীর দা‌ড়িয়া পাড়ায় বসবাস ক‌রে আস‌ছেন।

তি‌নি গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের প্রথম (১৯৮৫-১৯৯০) চেয়ারম‌্যান ছি‌লেন।
এছাড়‌া ভা‌দেশ্বর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ও সি‌লেট এই‌ডেড স্কু‌লে দীর্ঘদিন শিক্ষতা ক‌রেন। এখান থে‌কেই তি‌নি শিক্ষকতা পেশার অবসর নেন। তি‌নি একজন সফল ব‌্যবসায়ীও ছি‌লেন।

এদিকে ১১ই জানুয়ারী ২০২১ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থানরত জনাব গোলাম মোহাম্মদ টেপন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুল হক তানু মিয়ার মৃত্যুতে এক শোক বার্তায় তিনি আল্লাহ সুবহানাহু তায়ালার নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি