সব
আন্তর্জাতিক গুম দিবসে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের পরিবারের খোঁজ খবর নিতে তার বাসায় যান সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
৩০ আগস্ট রোববার বাদ আসর নেতৃবৃন্দ নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং দিনারের পিতা সহ পরিবারের অন্যান্য সদস্যদের শান্তনা প্রদান করেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা, গুম-নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না। জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে সকলকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনার, জুনেদ আহমদ, গাড়ি চালক আনসার আলী সহ সকল নেতৃবৃন্দকে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম ছিদ্দিকী, সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি