‘গাঙ্গুবাই’র অতিথি রনবীর

বিনোদন ডেস্ক ;
  • প্রকাশিত: ৯ জুলাই ২০২০, ১:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

পরিচালক সঞ্জয় লীলা বানশালীর সঙ্গে রনবীর সিংয়ের সখ্যতা বেশ পুরানো। বানশালীর ছবিতেই রনবীর ম্যাজিক্যাল অভিনয় উপহার দিয়েছেন— রাম লীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত। ছবিগুলোতে দীপিকার সঙ্গে তার রসায়ন দেখার মতো ছিলো।

রনবীর এবার তার প্রিয় পরিচালকের নতুন ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তেও অভিনয় করবেন। আলিয়া ভাট অভিনীত ছবিটিতে অবশ্য তার চরিত্রটি অতিথি। তাতে কী! প্রিয় পরিচালক বলেছেন, না করার প্রশ্নই আসে না।

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলছে, রনবীর চরিত্রটি অতিথি চরিত্র হলেও বেশ শক্তিশালী। আলিয়া ভাট প্রধান চরিত্রে আছে জেনেই সে ছবিতে অভিনয় করছেন। সঞ্জয় লীলার বানশালীর সম্পর্কই শুধু রনবীরকে কাজটিতে হ্যাঁ বলতে সাহায্য করেনি। তার সঙ্গে আলিয়ার সম্পর্কও দারুণ। তার দুজন যখন ‘গলি বয়’-এ একসঙ্গে অভিনয় করেছেন তখন থেকেই তাদের বন্ধুত্ব। সবই মিলিয়ে রনবীরের পক্ষ থেকে কোন কারণ ছিলো না প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি