গণমাধ্যম দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ : শাল্লায় জয়া সেনগুপ্তা এমপি

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে

জাতীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কখনও একটি স্বাধীন দেশ পেতাম না। জাতিরপিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবদান অপরিসীম। শাল্লা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সম্মাননা দেয়া হচ্ছে। এটি একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। শাল্লা উপজেলা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করব। কেননা, গণমাধ্যম দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় গণমিলনায়তনে শাল্লা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জয়া সেনগুপ্তা আরও বলেন, সাংবাদিকরা দেশের অন্যতম সম্পদ, দেশ ও জাতির দর্পণ। সাংবাদিকদের কলমের মাধ্যমেই জাতি বস্তুনিষ্ঠ সংবাদ জানতে পারেন। এই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে যারা সাংবাদিকতা করেন তারা অত্যন্ত পরিশ্রমের পাশাপাশি সাহসিকতার মাধ্যমে সংবাদ প্রেরণ করে পাঠকের কাছে পৌঁছে দেন। তাদের শ্রম মেধা প্রশংসার দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রীও সাংবাদিক বান্ধব। তিনি সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।

 

শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার এবং যুগ্ম সম্পাদক মণিকা রাণী দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, দৈনিক ভোরের কাগজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক চৌধুরী এস এইচ শাহরিয়ার (বিপ্লব), বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদার, বাংলা টিভির উপস্থাপক অ্যাডভোকেট সুব্রত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শামস শামীম, ৪নম্বর শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রথীন্দ্র সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান তাহের প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথি ও মুক্তিযোদ্ধাদের ফুল ও সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, দিারাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাংবাদিক মো. শাহীন আহমদ, বাপ্পা মৈত্র, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি