সব
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাংসদ মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনার জের ধরে বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জেলা কমিটি।
আজ বুধবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে ওই কমিটি স্থগতি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গণফোরামের আহ্বায়ক এডভোকেট আনসার খান।
বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক নিজাম উদ্দিন কমিটি স্থগিতের বিষয়টি স্বীকার করলেও তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক এডভোকেট আনসার খান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি