খেলা হবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে : পলক

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:০১ অপরাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, খেলা হবে। দুর্নীতির ও অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে।

তিনি বলেন, নতুন সাইবার আইনে সাংবাদিকদের কোনো অসুবিধা হবে না।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের তরুণ প্রজন্মের ভোট, দলমত নির্বিশেষে সবার ভোট নৌকা প্রতীকে দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টরটি নির্মিত হলে এলাকার কোনো যুবক, যুবতীকে কাজের জন্য দৌড়াতে হবে না। বিদেশে যেতে হবে না। চাকরির পেছনে দৌড়াতে হবে না। তারা এখানেই কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।

এ সময় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হবিগঞ্জ ৩ আসনের এমপি আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি