সব
অবাধ প্রকৃতির পাহাড়কন্যা
ঝরনা জলের তীর্থভূমি
আমার গ্রাম-জীবনের কিছুটা সময়
‘চেংগ্নী’ দর্শনে সমবেগে আবদ্ধ হই।
শহুরে সংস্কৃতি গায়ে আঁচড় দেয়নি
পাউডার-প্রসাধন লাগেনি গালে
জন্মগত প্রাকৃতিক বিশুদ্ধ জীবন
মুগ্ধ কবিচোখ বিস্ময়ে অনুক্ষণ।
সূর্য সাক্ষী, তুমি-আমি মুখোমুখি
কপালে লাল টিপটি দিলে
একটি শিশিরবিন্দু ছুঁই
স্বপ্ন আঁকি আমরা দুই।
কাব্যগ্রন্থ: কোথাও কোনো নতুন কবিতা নেই
খৃস্টফার হিমেল রিছিল
সহকারী কমিশনার ও এসিল্যান্ড (ভূমি), বাহুবল উপজেলা
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি