খাদিমপাড়া হাসপাতাল পরিদর্শনে সচিব লোকমান হোসেন মিয়া

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শন করেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব লোকমান হোসেন মিয়া। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

 

এসময় তিনি বলেন, বর্তমানে সিলেটে নমুনাজট নেই। কারণ আগে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে দু-শিফটে কাজ করেছিলেন। বর্তমানে তিনটি শিফটে কাজ চলছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষার হার বেড়েছে।

তিনি আরও বলেন, খাদিমপাড়ার এ হাসপাতালটি করোনা হাসপাতাল নয়। এটি একটি আইসোলেশন সেন্টার। এখানে উপসর্গ নিয়ে ব্যক্তিরা আসতে পারেন। এখানে আসলে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, সদর উপজেলার নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, হাসপাতালের আরএমও ডা. আবেদা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি