খাদিমনগরে প্রাইভেটকার দিয়ে গরু চুরি, আটক ১

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১, ৮:০৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার খাদিমনগরে প্রাইভেটকারে করে গরু চুরির সময় একজনকে আটক করেছেন চা-বাগানের বাসিন্দারা। পরে তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তির নাম- জামাল উদ্দিন (৪৮)। সে জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের মৃত তমছির আলীর ছেলে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খাদিমনগর জাতীয় উদ্যান সংলগ্ন বুরজান চা-বাগানের বাসিন্দারা তাকে আটক করেন বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি