ক্যানসার আক্রান্ত আসাদ উদ্দিন বঠল

জুড়ী প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ মে ২০২১, ৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ক্যানসার আক্রান্ত জুড়ী বড়লেখা উপজেলার দল মত সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদ উদ্দিন বটল।

প্রবিন এই মহানুভব মানুষের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইবুকে জুড়ি বড়লেখা উপজেলার সর্বদলীয় রাজনৈতিক সামাজিক নেতৃ্বৃন্ধ।বিভিন্ন রোগ-শোকের পাশা-পাশি বর্তমানে তিনি মরণ ব্যাধি ক্যানসারে আক্রান্ত ।তার শারীরিক অবস্হা মোটামুটি ভালো হলেও নিয়মিত তাকে সপ্তাহে ৫ দিন থেরাপি নিতে হচ্ছে। বর্তমান সমাজে অনেক রাজনীতিবিদদের বিরুদ্ধে অনেক দূর্নীতি ,বদনাম রয়েছে পক্ষান্তরে আসাদ উদ্দিন বঠল এর বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম এক বারের জন্য ও উনার বিরুদ্ধে দূর্নীতির কোন অভিযোগ উনার প্রতিদ্বন্দ্বীর কাছেও শুনা যায় নি বলে জানান জুড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ মুহাইমিন শামীম।

১০০ শত ভাগ খাঁটি পরোপকারি, আজীবন সততার পথে থাকা সমাজ সেবক, রাজনীতিবিদ, একাধিক বারের পূর্বজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান,ও ১৯৯১ সালে মৌলভীবাজার ১ জুড়ি বড়লেখা উপজেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী মিজানুর রহমান বলেন, ক্ষমতার শীর্ষে থেকে যখন নেতারা সম্পদের পাহাড় গড়েন তখন ক্ষমতার শীর্ষে থেকে তিনি সম্পদের পাহাড় বিলিয়েছেন মানুষের কল্যানে।যারা থাকে জানেনা তাদের কাছে গল্প মনে হতে পারে, আর যারা থাকে জানে, তারা সবাই জানে কতটা মহান হলে এ যুগে একজন আসাদ উদ্দিন বঠল পাওয়া যাবে। উনার সম্বন্ধে বেশি কিছু বলার নাই। উনি শুধু দোয়া চান।

উনার ছেলে লন্ডন প্রবাসী মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আহমেদ ওয়াসিম বলেন, খুবই সহজ সরল সাদামাটা নিরঅহংকারি, পরোপকারি আমার বাবা যদি দীর্ঘ এই রাজনৈতিক সামাজিক পথচলায় জানায়-অজানায় যদি উনি সামান্যতম কোন দু:খ-কষ্ট কাউকে দিয়ে থাকেন তবে দয়া করে উনাকে ক্ষমা করে দিয়ে উনার সুস্হতার জন্য রাব্বুল আল আমিনের কাছে দোয়া করবেন।মহান রব যেনো বয়োবৃদ্ধ আমার বাবাকে পরিপূর্ণ সুস্হতা এবং নেক হায়াৎ দান করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি