কোম্পানীগঞ্জ থেকে পিস্তল-রিভলবারসহ বিল্লাল আটক

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ৮:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটে দুটি বিদেশী রিভলবার ও গুলিসহ আটক এক অস্ত্র ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম মো. বিল্লাল হোসেন (৩৬)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের আব্দুর মনাফের ছেলে।

আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার উত্তর কলাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের একটি দল।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ১টি বিদেশী পিস্তল. পিস্তলের ৮১ রাউণ্ড গুলি এবং রিভলবারের ৪ রাউণ্ড গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

তিনি জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি