সব
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৪২০ বোতল ভারতীয় ম্যাক ডুয়েলস মদের বিশাল চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রনিখাই ইউনিয়নের খাগালিবাসা হাওড় এলাকায় থেকে তাদের আটক করে।
আটক দু’জন হলো- খাগালিবাসা গ্রামের মৃত আকবর আলীর পুত্র ইউনুস আলী (৪৫) ও একই এলাকার মৃত আছির আলী পুত্র এয়াকৃব আলী (৩০)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান- পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এতে আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি