কোম্পানীগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি, কোম্পানিগঞ্জ ;
  • প্রকাশিত: ৩ আগস্ট ২০২০, ৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট কোম্পানীগঞ্জের পাড়ুয়া বদিকোনা এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামী জামাল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত ৯ টার সময় এস আই এয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার পাড়ুয়া বদিকোনা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাড়ুয়া বদিকোনা গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পাড়ুয়া বদিকোনা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামাল মিয়া কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং তার বিরুদ্বে আরো ২ টি মামলা রয়েছে বলেন জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি