সব
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
টানা ৩য় দফার বন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। মানবিক দৃষ্টিকোন থেকে বানবাসী মানুষের পাশে থাকার প্রত্যয়ে গতকাল শনিবার (২৫ জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৩ নং ইউনিয়নের শিলিগুড়ি গ্রামের প্রায় ২০০ পরিবারের মধ্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের উদ্যোগে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) বলেন, সিলেট জেলার বন্যা কবলিত প্রত্যেকটি থানার পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আমাদের সাধ্যমতো খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মো: মাহবুবু্ুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম পিপিএম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, ওসি (ডিবি উত্তর) সাইফুল আলম প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি