কোম্পানীগঞ্জে দুইশ পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২০ জুলাই ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণের মাঝে ২ ‘শ পরিবারের মধ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইসলামপুর পশ্চিম ইউনিয়নের আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসাবে সার্জিক্যাল মাস্ক, হাত ধোঁয়ার সাবান, ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

২০ জুলাই সোমবার উপজেলা হল রুমে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সচিব মোঃ নাছির উদ্দিন ও উদ্যোক্তা সোহেল আহমদের যৌথ পরিচালনায় এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সুরক্ষা সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামাল, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল হক, প্রকৌশল অফিসার আরিফুর রহমান, প্রাণীসম্পদ অফিসার ডা. আরিফল হক, মৎস অফিসার আব্দুল্লাহ আল ইমরান, পল্লী উন্নয়ন অফিসার ওয়াহিদ মুরাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রতনলাল সাহা, ইসলামপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, কাঁঠাল বাড়ি আলিম মাদ্রাসার সহ-সুপার শামসুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি