কোম্পানীগঞ্জে ইয়াবাসহ আটক ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২০, ৩:২৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আমজাদ আলী(৩৫), নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

বৃহস্পতিবার (৬আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উত্তর রাজনগর এলাকা থেকে আমজাদ আলী কে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মন্জুরুল ইসলাম, এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আমজদ আলী কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা নোয়াগাঁও গ্রামের মৃত্যু আব্দুর রহমিন এর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম সততা নিশ্চিত করেন বলেন,সিলেট পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান চালিয়ে তাকে আটক করেছি। কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি