কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ৩:৩২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৫ টি লিস্টার মেশিনও ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ আইনে ভোলাগঞ্জ এবং লিলাই বাজারে ৫ জন অপরাধীকে বিভিন্ন অংকে মোট ৪,৪০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৫টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি