সব
কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরে লিজ বহির্ভূত সরকারি জায়গা থেকে অবৈধভাবে রাতের আধারে বালু উত্তোলনের দায়ে নৌকাসহ ১জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) উপজেলার বুধবাড়ী বাজার এলাকার ধলাই নদীর তীর থেকে উপজেলার খায়েরগাঁও গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে রফিকুল ইসলামকে (৩২) নৌকা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, ‘লিজ বহির্ভূত সরকারি জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও গত শুক্রবারে আরো দু’জনকে গ্রেফতার করা হয়। লিজ বহির্ভূত কোনো জায়গা থেকে বালু উত্তোলন করলে, তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো’। আজ তাকে কোর্টে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি