কোভিড-১৯ ভ্যাকসিন: আজ থেকে মেসেজ পাবেন নিবন্ধনকারীরা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আগামীকাল রোববার থেকে সারাদেশে কোভিড-১৯ ভ্যাকসিনেশন দেয়া শুরু হচ্ছে। ভ্যাকসিন পেতে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কবে কোন সেন্টারে ভ্যাকসিন পাবেন তা আজ (শনিবার) সকাল থেকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তরের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রবিবার যারা টিকা পাবেন শনিবার সকাল থেকেই তারা মোবাইলে মেসেজ পাবেন। এরপর পর্যায়ক্রমে সবাই মেসেজ পাবেন।’

রোববার সকাল নয়টা থেকে সারাদেশে একযোগে করোনাভাইরাসের ভ্যাকসিনেশন শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জেলাতেই পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন। ম্যাস ইনোকুলেশনের প্রথম দিনে রাজধানীর ৪৯টি কেন্দ্রে টিকা প্রয়োগের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন ঢাকার সিভিল সার্জন।

ঢাকার সিভিল সার্জন আবু হোসাইন মো. মঈনুল আহসান বলেন, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ৩০টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯টি কেন্দ্রে কাজ করবে তিনশোর বেশি টিম।

২৭ জানুয়ারি থেকে surokkha.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশন শুরু হয়। ৪ ফেব্রুয়ারির মধ্যে গুগল প্লে স্টোরে এ অ্যাপ দেয়ার কথা থাকলেও এখনো প্লে স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে না। তাই নিবন্ধন করতে কারো সমস্যা হলে তারা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর।

এদিকে স্থানীয় মানুষের মধ্যে টিকাদানের উৎসাহ বাড়াতে জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন নিজ নিজ এলাকায়। সংসদ সদস্যদের বেশির ভাগই যার যার নির্বাচনী এলাকায় আগামীকাল টিকা নেবেন বলেও প্রস্তুতি রয়েছে। অনেক এলাকায় মন্ত্রীরাও থাকবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি