কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়াকে সংবর্ধনা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেছেন শত, নিষ্ঠাবান দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা হচ্ছে দেশের গর্ব। তেমনি একজন বাংলাদেশ পুলিশের কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. সেলিম মিঞা। যিনি থানায় যোগদানের পর থেকেই শততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাসের মধ্যেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করেছেন। সেলিম মিঞার মতো দায়িত্ব পালনকারী কর্মকর্তা প্রতিটি থানায় থাকলে আইন শৃঙ্খলার উন্নতি হবে।


ব্লাড ডোনেশন উদ্দীপ্ত সিলেটের উদ্যোগে বাংলাদেশ পুলিশের গর্বিত কর্মকর্তা এস.এম.পি কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. সেলিম মিঞার বিদায় উপলক্ষে এক সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২৭ ডিসেম্বর রবিবার দুপুর ১২টায় নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


ব্লাড ডোনেশন উদ্দীপ্ত সিলেটের সভাপতি টুটুল গাজীর সভাপতিত্বে ও মিসারেবল ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা তাসমিনা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপুল, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এম.এইচ ইলিয়াস এ দিনার, গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সল, উদীপ্ত সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আবিদ কাওছার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবির আহমদ, মুজাহিদ আহমদ, ফাইয়াজ সামাদ, সুলাইমান আহমদ, সাদিকুল ইসলাম, তপন রায়, পাবেল আহমদ জামিল, আরিফ খান প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উদ্দীপ্ত সিলেটের সদস্য আলমগীর আখন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি