কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার পেলো

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:১৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় বাইসাইকেল পেলো মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৩০জন শিক্ষার্থী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং।

প্রধানমন্ত্রীর দেয়া বাইসাইকেল উপহার পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি