সব
মৌলভীবাজারের কুলাউড়ায় সংগঠিত অন্তঃসত্ত্বা নারী (২২)কে শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় ২ আসামীকে কমলগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত দুজন হলো- কুলাউড়া উপজেলার দক্ষিণ পাবই গ্রামের হাছলু মিয়ার দুই ছেলে মোস্তাক আহমেদ (২০) ও আব্দুল মুকিদ (২৬)।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল আভিযান চালিয়ে উপজেলার শমসেরনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
হত্যা মামলাটি কুলাউড়া থানায় তদন্তাধীন থাকায় গ্রেপ্তারকৃত দুজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি