কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্টেপ এ্যাহেড বাংলাদেশের ঔষধ সামগ্রী হস্তান্তর

কুলাউড়া প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ (Step Ahead Bangladesh) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ঔষধ সামগ্রী হস্তান্তর করেছে।

বন্যা পরবর্তী পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ সব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির কুলাউড়াস্থ স্বেচ্ছাসেবীরা উপজেলা হাসপাতালের কতৃপক্ষের কাছে বিভিন্ন ধরনের এ ঔষধ সামগ্রী হস্তান্তর করেন।

কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগঠনের সদস্য নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: নুরুল হক।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প: প.কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, ডা: শুভ চক্রবর্তী, সংগঠনের অন্যতম জুয়েল আহমেদ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সেলুর রহমান, ব্যবসায়ী শামীম আহমদ, সাংবাদিক মহি উদ্দিন রিপন।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মোছাদ্দিক চৌধুরী ছামি,নাঈমআহমেদ,আবুল,কাশেম সুনিম,জাকির আহমদ চৌধুরী,শেখ বদরুল ইসলাম রানা,তানজিরুল ইসলাম তানিম,
পিপলু চৌধুরী, আরিয়ান রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য: এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইতোপূর্বে কুলাউড়ার বিভন্ন এলাকায় ত্রাণ বিতরণ কমসূচিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি