সব
সিলেটে আবারও আলোচনায় উঠে এসেছে কিশোর গ্যাং এর কথা। কিশোর গ্যাং সদস্যদের তৎপরতা থাকলে এদের নির্মুলে পর্যাপ্ত উদ্যোগ কারোর কাছেই নেই। ফলে, এরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তুচ্ছ ঘটনায় সহিংসতায় জড়িয়ে পড়ছে। পাড়া-মহল্লায় দল বেঁধে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া, মোটরসাইকেল নিয়ে মহড়া, তরুণীদের উত্যক্ত করা, মাদকসেবনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে এই কিশোর গ্যাং সদস্যরা।
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি কালীবাড়ী সংলগ্ন রোডে একাধিক কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৩১ মে) বিকেলে দক্ষিণ সুরমা সিলভার সিটি এলাকায় কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হন মোগলাবাজার থানার শিববাড়ি গোটাটিকরের অমৃকা করের ছেলে অশেষ কর (১৩)।
সেখানকার স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য প্রান্ত দাস ও হৃদয় পালের নেতৃত্বে ৮-১০ জনের একটি বাহিনী অশেষ করের উপর আক্রমণ করে। অশেষ কর বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে অশেষ করের চাচা অনুকুল কর বাদী হয়ে প্রান্ত দাস (১৪), হৃদয় পাল (১৪) নাম উল্লেখ্ করে এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের কথা উল্লেখ করে দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রান্ত দাস (১৪) দক্ষিণ সুরমার শিববাড়িস্থ গোটাটিকর এলাকার পিযুশ দাসের ছেলে। হৃদয় পাল (১৪) একই এলাকার সুরেশ পালের ছেলে।
অভিযোগে অনুকুল কর উল্লেখ করেন, তার ভাই অমৃকা করের মেয়ে এবং অশেষ করের বোনকে স্কুলে যাওয়ার পথে প্রান্ত দাস ও হৃদয় পাল গ্যাংরা উত্যক্ত করতো। বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এদের উত্যক্ততায় অতিষ্ঠ হয়ে অশেষ করের বোন বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। ফলে, বাড়ির লোকজন পারিবারিকভাবে তাদের অভিভাবকের সাথে আলাপের সিদ্ধান্ত হয়। এরইমধ্যে, অশেষ কর তার বোনের সাথে এরকম না করার অনুরোধ করেন পরিচিত প্রান্ত দাস ও হৃদয় পাল গ্যাংদের। বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রান্ত-হৃদয় গ্যাংরা অশেষ করের উপর আক্রমণ শুরু করে। ছুরিকাঘাত করা হয়। চিৎকার শোনে আশে পাশের লোকজন ছুটে এসে অশেষ করকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যায়।
অনুকুল কর অভিযোগ করেছেন, এই কিশোর গ্যাংরা এতটাই উগ্র হয়েছেন, কারও কথা তারা শুনতে চায় না। অশেষ করকে এই কিশোর গ্যাংরা হত্যার উদ্দেশ্যে ছুরি চালিয়েছে বলে লিখিত অভিযোগ করেছেন।
বর্তমানে কিশোর অশেষ কর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি