কালিঘাটে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

;
  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট নগরীর কালিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৯ জানুয়ারি) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে মোট ৬টি দোকান/গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লঙ্ঘনের দায়ে মোট ২ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় প্রায় ৩ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। অভিযানকালে সার্বিক সহায়তা প্রদান করেন আনসার ব্যটিলায়ানের সঙ্গীয় ফোর্স।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর, মো. মোহাইমিনুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাটওয়ারী, পরিদর্শক মো. মামুনুর রশিদ ও গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি