কামরানের কবর জিয়ারত করলেন ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ৯:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর মানিকপীর টিলায় কবর জিয়ারত করেন তিনি। পরে বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি