সব
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে জেলার গৌরনদী উপজেলায় এ দুর্ঘটনাটি ঘটে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শনিবার সকালে একটি নষ্ট ট্রাকে একটি ট্রাক নিয়ে বরিশালের দিকে যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় পৌঁছলে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেেই চালক-হেলপারসহ তিনজন নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ট্রাক তিনটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি