‘কাব্য টোকাইয়ের অভিষেক’ গ্রন্থ নিয়ে সাহিত্য আড্ডা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২২ মে ২০২১, ৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

‘আড্ডায় জেগে উঠে মানুষের প্রাণ, আলোচনায় বাড়ে গ্রন্থের মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে বোধ সাহিত্য আড্ডা ও গ্রন্থ আলোচনা অনুষ্ঠান।

নেত্রকোনার তরুণ উদীয়মান কবি মাহবুব রুমন এর কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ গ্রন্থের উপর এই আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

‘ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বোধ’ এর আয়োজনে শুক্রবার বিকাল ৩ টায় মোক্তারপাড়া বোধ কার্যালয়ে সাহিত্য আড্ডাটি অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টাব্যাপী প্রাণবন্ত এই আড্ডায় উপস্থিত সকলেই কবি মাহবুব রুমন এর কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ নিয়ে পাঠমুগ্ধ ছিলো।

ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের প্রভাষক কবি খন্দকার অলি উল্লাহ। এ সময় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেখক ও সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা ছিদ্দিকুর রহমান, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর বিধান মিত্র ও অধ্যক্ষ কবি আনোয়ার হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গবেষণা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মো. হাফিজুর রহমান, গল্পকার পূরবী, কবি এনামুল হক পলাশ, শিক্ষাবিদ মুক্তাদির হক, শিক্ষাবিদ আরিফ খান, শিক্ষাবিদ বাশির আহম্মেদ, কবি এনাম আহমেদ, কবি সুমিত্র সুজন, কবি সিরাজুল ইসলাম সোহেল, কবি যুবরাজ শাহীন সবুজ, কবি মো. রাসেল, কবি তানভীয়া আজিম, কবি শাবরিনা শারমিন নীলু ও কবি জেরিন আক্তার প্রমুখ।

জানা যায়, কবি মাহবুব রুমনের কাব্যগ্রন্থ ‘কাব্য টোকাইয়ের অভিষেক’ এবারের বইমেলাতে নিয়ে এসেছিল অনিন্দ্য প্রকাশ। নেত্রকোনা পূর্বধলার ধলামূলগাঁও গ্রামের মাহবুব রুমন কর্মজীবনে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। ৩৬ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নেত্রকোনা থেকে চান্স পেয়ে গৌরব অর্জন করেছিলেন। বর্তমানে তিনি সিলেটে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি