কানাইঘাটে ১ লাখ ৬৭ হাজার নাসির বিড়িসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ জুন ২০২১, ৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের কানাইঘাট থেকে ১ লাখ ৬৭ হাজার নাসির বিড়িসহ ইসলাম উদ্দিন (৪৫) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি কানাইঘাট সীমান্ত এলাকার পর্বতপুর গ্রামের মৃত ইনছান আলীর ছেলে।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কানাইঘাটের সীমান্ত এলাকা পর্বতপুর এলাকার ইসলাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় ইসলাম উদ্দিনের বসত বাড়ি তল্লাশি করে ৮ কার্টুনে ১ লাখ ৬৭ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে। এদিকে ডিবি পুলিশের অভিযান টের পেয়ে চোরাচালানের সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়। উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩৪ হাজার টাকা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়েরে নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবিসহ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারপরও এক শ্রেণীর ধুমপায়ী মানুষের চাহিদা থাকায় কিছু চোরাকারবারিরা নাসির বিড়ি চোরাচালান করতে চেষ্টা করে। এদের তৎপরতা বন্ধ করার অংশ হিসেবে জেলা ডিবি পুলিশ বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি