কানাইঘাটে ডিবি পুলিশের অভিযানে নাসির বিড়িসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ১:৩২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের কানাইঘাটে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির বিড়িসহ মো. এখলাছুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জৈন্তাপুর উপজেলার সরুখেল এলাকার জালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে কানাইঘাট উপজেলার চতুল বাজার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত বিড়ির বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা। এসময় ভারতীয় নাসির বিড়ি বহনকারী পিকআপও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ির চালানসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি