সব
সিলেটের কানাইঘাটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১জুন) ভোররাতে উপজেলার রাজাগঞ্জের তালবাড়ী গ্রামে নিজ গৃহ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামান্না আক্তার (২৩) ওই গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। তার বাবার বাড়ী উপজেলার সদর ইউনিয়নের জন্তিপুর গ্রামে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই তরুণী আত্মহত্যা করেছেন। এদিকে নিহতের স্বজনরা বলছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোররাতের কোন একসময়ে রান্না ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেন ওই তরুণী। খবর পেয়ে পুলিশ তার লাশ নামিয়ে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি