কাতারে প্রতারক বাবুলের বিচার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কাতার প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ৫:১৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মধ্য প্রাচ্যের দেশ কাতারে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে অসহায় হতদরিদ্র শ্রমজীবী মানুষ। যাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। প্রতারক চক্র বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিছুসংখ্যক বাংলাদেশি মালিকানাধীন নামসর্বস্ব কোম্পানির মালিক মূলত এসব প্রতারণার সাথে জড়িত। সাধারণ প্রবাসীদের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে তারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। অমন ঘটনা ঘটছে অহরহ।

এবার কাতার থেকে শ্রমিকদের বেতনের বাংলাদেশের টাকায় প্রায় দুই কোটি টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছেন বাবুল মিয়া নামের এক কাতার প্রবাসী প্রতারক।

প্রতারক বাবুল মিয়ার বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর সদর থানার পারবতি নগর ইউনিয়ন মাছিম নগর গ্রামে।

স্থানীয় সময় রবিবার (২৩ আগস্ট) রাতে কাতারের রাজধানী দোহা ফিরোজ আবদুল আজিজ এলাকায় প্রতারক বাবুল মিয়া বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা।

এই সময় শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী লোকমান আজীজ। উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিনসহ ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে পলাতক প্রতারক বাবুল মিয়াকে গ্রেপ্তার করে বিচারের দাবী জানান ভুক্তভোগী শ্রমিকরা।
প্রতারণার শিকার এসব ভুক্তভোগী প্রবাসী শ্রমিকদের মজুরী ফেরত পেতে কাতারের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি