কাজীরবাজার থেকে ডাব বিক্রেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৭ জুন ২০২১, ৩:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট নগরীর পূর্ব কাজীর বাজারের বশির মিয়ার মেস থেকে বাহার মিয়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার দিবাগত রাত দেড়টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ ও কোতায়ালী থানার ওসি এস এম আবু ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কোতায়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান- ওই বৃদ্ধের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন উত্তরজিৎ গ্রামে। লোকটি ক্বীন ব্রিজ এলাকায় ডাব বিক্রি করতো।

তিনি জানান- রাতে তার মেসের অন্যরা গিয়ে দেখেন ওই ব্যক্তি অঘোরে ঘুমাচ্ছে। ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় তারা পুলিশে খবর দেয়। তবে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে।

লাশ উদ্ধারে উপস্থিত ছিলেন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টি এম আল আমিনসহ থানার অন্যানো পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ বলেন- আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। কিভাবে মারা গেছে তা ময়না তদন্তের মাধ্যামে জানা যাবে। লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি