সব
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান আশা প্রকাশ করেছেন দু বছরের মধ্যে করোনাভাইরাস বিদায় নিতে পারে। শুক্রবার সংস্থাট্রির প্রধান টেড্রস আধানম জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় ১৯১৮ সালের স্পেনিস ফ্লু দূর হতে ২ বছর সময় লেগেছিল বলে তিনি উল্লেখ করেন। খবর বিবিসির।
সংস্থাটির প্রধান তার বক্তব্যে আরো বলেন, প্রযুক্তির কল্যাণে আরো কম সময়ের মধ্যেই ভাইরাসটিকে থামানো যেতে পারে। এখই সময় তিনি ভাইরাসটি আরো বেশি ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন। এ থেকে উত্তরণে আবারো তিনি জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতির প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৯১৮ সালে স্পেনিস ফ্লু ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। আর এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৮ লাখ মানুষ। এ পর্যন্ত আত্রান্ত হয়েছে ২ কোটি ২৭ লাখের বেশি মানুষ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি