করোনা জয় করলেন মহানগর আ.লীগ সভাপতি মাসুক উদ্দিন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ৫:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

করোনা ভাইরাসমুক্ত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোটভাই ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার ১৪দিন অতিবাহিত হওয়ায় রবিবার নমুনা দেন মাসুক উদ্দিন আহমদ। রাতেই তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ জানা যায়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি