সব
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী (৩৪) ও তার স্বামী শাহরিয়ার (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউএনওর করোনা আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। তিনি জানান, জ্বরসহ করোনার উপসর্গ থাকায় সোমবার (২৪ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও ওনার স্বামীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট শাবিপ্রবির ল্যাবে পাঠানো হলে গতকাল মঙ্গলবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি সরকারী বাসভবনেই হোম আইসোলেশনে রয়েছে দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি