সব
সিলেটের তারাপুর চা-বাগানের সেবায়েত ডা. পংকজ কুমার গুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত (১১ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ১০ আগষ্ট করোনা উপসর্গের কারণে তার নমুনা প্রদান করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন।
করোনা পরিস্থিতিতেও চা-বাগানের নিয়মিত কার্যক্রম পরিচালনায় তিনি উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত বাগানের অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সেবার পরামর্শ দিতেন। তাঁর পরিবারের পক্ষ থেকে ডা. পংকজ কুমার গুপ্তের রোগমুক্তি কামনায় সকলের দোয়া ও আশির্বাদ কামনা করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি