করোনায় বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলরের মৃত্যু

প্রতিনিধি, বিয়ানীবাজার;
  • প্রকাশিত: ৭ আগস্ট ২০২০, ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিয়ানীবাজার উপজেলায় একদিনে নতুন করে আরও ১০জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৪৯ জনে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিজিবি সদস্য রয়েছেন। এছাড়া পৌরসভার নয়াগ্রাম ও কসবায় দুজন করে ৪জন এবং খাসায় একজন আক্রান্ত হয়েছেন। মুড়িয়া ইউনিয়নের পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের দুইজন এবং দুবাগ ইউনিয়নের গয়লাপুর গ্রামের একজন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে। এদিকে, শুক্রবার রাত ১০টায় করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রুশনা বেগম মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ জনে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি