করোনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৭ আগস্ট ২০২০, ৪:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণিতের অধ্যাপক শফিউলের বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।

তার সহকর্মী গণিত বিভাগের অধ্যাপক ড. আমান উল্লাহ জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ জুলাই অধ্যাপক শফিউল হাসপাতালে ভর্তি হন।

গত কিছু দিন ধরে উনি কিছুটা সুস্থ ছিলেন। কিন্তু আজ রাতে জানতে পারি যে, তিনি মারা গেছেন।

অধ্যাপক শফিউল আলমের তিন মেয়ে রয়েছে। শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা হবে বলে অধ্যাপক আমান উল্লাহ জানিয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি