সব
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪ টায় তিনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে উপজেলায় ১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
জানা যায়, তিনি গত ৩০ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি