সব
সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সাংসদ রুমিন ফারহানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংসদ রুমিন ফারহানা আজ বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানান, ‘আমার করোনা পজেটিভ, দোয়া করবেন।’ তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘কয়েকদিন ধরেই রুমিন ফারহানা অসুস্থবোধ করছিলেন। গতকাল নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি